বিশ্বব্যাংক এ ইন্টার্নশিপের জন্য কিছু ইনফরমাল সেশনের আয়োজন করে থাকে। ২০২৫ সালের ১৬, ১৭, ২৯ ও ৩০ জানুয়ারি হবে এসব সেশন। চাইলে যে কেউ এসব সেশন থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না। তবে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের সিভি, স্টেটমেন্ট অব ইন্টারেস্টসহ আবেদন করতে হবে। একবার আবেদন করলে আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।
আরও পড়ুন : অক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
কোন বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনে কী কী প্রয়োজন
আবেদনে যোগ্যতার মানদণ্ড
সুযোগ-সুবিধা
ইন্টার্নশিপে গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।