রাজধানীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ৫ মাস আগে

দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এই শিক্ষা মেলার। আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করে বাংলায় আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার-বিআইআইসি।

শিক্ষা মেলা

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শিক্ষক রাইসুল

শিক্ষা মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগত শিক্ষার্থীরা তাঁদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। শিক্ষা মেলায় অংশগ্রহণকারীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যেমন ভর্তির যোগ্যতা, কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শদাতাদের সহায়তা পান। বিজ্ঞপ্তি

  • রাজধানীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত