বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আগামী ১৫ ও ১৬ মে

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ৫ মাস আগে

আগামী ১৫ ও ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই উৎসব, যার মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত খবর ও তথ্য জানতে পারবেন। এ ভর্তি উৎসবের আয়োজন করছে প্রথম আলো।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’ নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এই উৎসবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের উৎসবকে আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে বিভিন্ন রকমের প্রস্তাব ও পরামর্শ দেন তাঁরা। আয়োজকেরা জানিয়েছেন, এসব পরামর্শ নিয়ে এবারের উৎসবকে কীভাবে আরও বেশি ভালো করা যায়, সেই প্রচেষ্টা করা হবে।

আয়োজকেরা জানান, ভর্তি উৎসবসংক্রান্ত তথ্যের জন্য ই–মেইল করা যাবে- (admissionfair.palo@gmail.com) এই ঠিকানায় এবং ফোন করা যাবে (০১৪০৪৪৪০০৫০) এই নম্বরে।

এর আগে ২০২৩ সালের ২৩ ও ২৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। ওই বছর ভর্তি উৎসবে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টারসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তখন শিক্ষার্থীরা বিভিন্ন স্টল থেকে ভর্তির তথ্য, বৃত্তির খবর এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন। উৎসবে ছিল বিভিন্ন বিষয়ে শিক্ষা সংলাপ। এ ছাড়া উৎসবে আসা দর্শনার্থীদের জন্য ছিল র‍্যাফল ড্রর মাধ্যমে মোটরসাইকেল, ল্যাপটপ, মুঠোফোনসহ বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

গত বছর এই উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া হলেও পরিবেশ-পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেটি করা যায়নি। এ বছর দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি আয়োজনের কলেবরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।

মতবিনিময় সভায় মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ বিভাগে দায়িত্বে থাকা কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এস এম হাসিম ও মো. ফয়জুল্লাহ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এস এম মহিউদ্দিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবু সাদাত, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মো. ওয়াহিদুজ্জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আবু মিয়া আকন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আনোয়ারুল হাবিব ও আমেনা হাসান, বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মুহাম্মদ ইমতিয়াজ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিকদার নজরুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের হাওয়া ইসলাম ও ইমরান ইবনে হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির জিনাত জোয়াদ্দার, উত্তরা ইউনিভার্সিটির নুরুজ্জামান হোসেন, ইউসিএসআই বাংলাদেশের রাফীদ সোবহান ও আজিজুল ফারহাজ, ইস্টার্ন ইউনিভার্সিটির মো. মহিউদ্দীন মজুমদার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রদীপ্ত মোবারক, নর্দান ইউনিভার্সিটির তাসনুভা মুরসালাত, সাউথ ইস্ট ইউনিভার্সিটির আবুল হাশেম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মো. মাহবুবুল আল মামুন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এ এস এম জি ফারুক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মো. সাদিক হাসান, সোনারগাঁও ইউনিভার্সিটির মো. আবু হানিফ ও নাহিদ হাসান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মো. রাইসুল হক চৌধুরী, স্টেট ইউনিভার্সিটির ওমর ফারুক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জাহিদ হাসান, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে রাবেয়া আখতার, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মামুন উল মতিন, ইউনিভার্সাল কলেজের রিসালাত রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানের শুরুতে আয়োজন নিয়ে উপস্থাপনা তুলে ধরেন প্রথম আলোর ইভেন্ট বিভাগের উপব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ অ্যাডভারটাইজমেন্ট অফিসার রশিদুর রহমান সবুর। এ ভর্তি উৎসবের ইভেন্ট পার্টনার হিসেবে আছে এনেক্স কমিউনিকেশন।

  • বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আগামী ১৫ ও ১৬ মে