আরও পড়ুন : গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারম্যান হলেন সবুর খান
১৩ মার্চ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অনলাইন সিস্টেমে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। রাইসুল সৌরভ ১ হাজার ২৯৮ ভোটের মধ্যে ১ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন। এর আগে ২০২৪-২৫ মেয়াদেও রাইসুল সৌরভ নির্বাচিত হয়েছিলেন। তিনি ৩০ জুন চলতি দায়িত্ব শেষে আগামী ১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাইসুল সৌরভ গলওয়ে বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে পিএইচডি প্রোগ্রামে কলেজ অব বিজনেস, পাবলিক পলিসি অ্যান্ড ল কর্তৃক বৃত্তির অধীন লিগ্যাল অ্যানালিটিকস বিষয়ে গবেষণা করছেন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়ালেখা ও গবেষণা করছেন, যেখানে ছাত্র ইউনিয়ন সব শিক্ষার্থীর স্বার্থ সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করে। নির্বাচিত হয়ে রাইসুল সৌরভ বিশ্ববিদ্যালয়ের জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন। তিনি তাঁর মেয়াদে আইরিশ সমাজের সব স্তরে জাতিগত সংখ্যালঘু ছাত্রদের অধিকারের প্রচার, রক্ষা ও সমর্থনে কাজ করে যেতে চান।