উপাচার্য বলেন, মাতৃভাষার মান উন্নয়নে এবং বাইরের দেশগুলোতে বাংলাদেশিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ইংরেজি শিক্ষার চর্চাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইংরেজিতে উদাসীন যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের ইংরেজিভীতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি, আবেদনের সময় বাড়ল
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রেজিয়া সুলতানা, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক শায়লা সুলতানা ও ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাসুম বিল্লাহ। বিজ্ঞপ্তি